ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি চলছে বিশ্ববিদ্যালয়ে, অভিযোগ আদিবাসী সংগঠনের
বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তফসিলি উপজাতির ভুয়ো শংসাপত্র নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ছাত্র ভর্তির অভিযোগ উঠল। এই অভিযোগে শুক্রবার বিশ্ববিদ্যালয় অভিযান করে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। সংগঠনের দাবি, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে পিএইচডিতে এক ছাত্র ভর্তি হয়েছিল। পরে সংগঠনের অভিযোগের ভিত্তিতে সেই ছাত্রকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষেও ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে একছাত্র ভুয়ো এসটি শংসাপত্র নিয়ে ভর্তি হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ কর্তৃপক্ষকে করতে হবে। সংগঠনের দাবি, খোঁজ করলে এমন আরও অনেক পড়ুয়ার সন্ধান পাওয়া যাবে যারা ভুয়ো এসটি শংসাপত্র দাখিল করেছে। সংগঠনের সম্পাদক সুনীলবরণ কিস্কু, সদস্য আম্পা মার্ডি বলেন, চাকরি থেকে শিক্ষা সর্বত্রই আমাদের নির্দিষ্ট কোটায় ভুয়ো শংসাপত্র দিয়ে নিয়োগ হচ্ছে। এতে আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি, এই ভুয়ো শংসাপত্র দিয়ে যেভাবে ছাত্র ভর্তি শুরু হয়েছে তাতে প্রকৃত এসটি’রা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। অবিলম্বে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত বলেন, ওই সংগঠনটির সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু, বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠনের আন্দোলন চলায় তা সম্ভব হয়নি। পরে একদিন ওনাদের সমস্যার কথা শোনা হবে।