সংবাদদাতা, মেখলিগঞ্জ: কোচবিহার জেলার ভারত-বাংলাদেশে সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছেন বিএসএফের এডিজি রবি গান্ধী। তিনি কুচলিবাড়ি সীমান্ত পরিদর্শন করেন। ঘুরে দেখেন আন্তর্জাতিক তিনবিঘা করিডর। বৃহস্পতিবার কুচলিবাড়ি সীমান্তে রাত্রিযাপন করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। কথা বলেন বিএসএফের স্থানীয় এবং জলপাইগুড়ি সেক্টরের কর্তাদের সঙ্গে। তাঁদের সঙ্গে বৈঠকও করেন। শুক্রবার এডিজি বলেন, সীমান্তে বিএসএফ সর্বদাই সতর্ক রয়েছে। যে কারণে চোরাচালানও অনেকটাই কমে গিয়েছে। অপরাধীরাও ধরা পড়ে যাচ্ছে। বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির জন্য বিজিবি’র সঙ্গেও ঘনঘন যোগাযোগ করা হচ্ছে। তাদের তরফেও ভালো সাড়া মিলছে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ সর্বদা তৎপর রয়েছে বলে এডিজি জানিয়েছেন।