দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং সরানোর দাবিতে স্মারকলিপি
বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বীরপাড়া শহরের প্রাণকেন্দ্র দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরানোর দাবিতে এককাট্টা হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এই দাবিতে ‘ভয়েস অব বীরপাড়া’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে তাঁরা জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভ দেখান। পরে এই দাবিতে তাঁদের প্রতিনিধি দল জেলাশাসককে স্মারকলিপিও দেয়।
সংগঠনের সভাপতি চতুর পানোয়ার বলেন, আমরা ডলোমাইট সাইডিংয়ের বিরুদ্ধে নই। কিন্তু দলগাঁও স্টেশনে এই সাইডিংয়ের জেরে বীরপাড়ার আগামী প্রজন্মের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। এবার আমরা এই সাইডিং নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে চাইছি। এলাকার পরিবেশকে রোগমুক্ত করতে এই সাইডিং অন্যত্র সরাতে হবে।
যদিও এবিষয়ে এলাকার দু’বারের বিধায়ক বর্তমানে এমপি বিজেপির মনোজ টিগ্গা বলেন, যতদূর জানি রাজ্য সরকার জমি দিলেই রেল ডলোমাইটের এই সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাবে। কিন্তু রাজ্যের তরফেই কোনও সাড়া না মেলায় রেল কিছুই করতে পারছে না। তৃণমূল নেতা নকুল সোনার বলেন, দলগাঁও স্টেশনে এই সাইডিং এর দরুন এলাকার পরিবেশ ক্ষতি হচ্ছে। এখন মনোজবাবুদের রাজ্যের কথা মনে পড়ছে কেন? আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন, অরাজনৈতিক ওই সংগঠনের স্মারকলিপিটি রেলের কাছে পাঠানো হবে। রেল এই সাইডিংয়ের জন্য আলাদা জমির প্রস্তাব দিলে তা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। দলগাঁও স্টেশনের ম্যানেজার শ্যামাপদ চৌধুরী বলেন, এনিয়ে আমি কোনও মন্তব্য করব না। এবিষয়ে যা বলার রেলের উপরমহলই বলবে।