সংবাদদাতা, হলদিবাড়ি: শিক্ষক দিবসে সমস্ত সরকারি অনুষ্ঠান বর্জন ও অবস্থান বিক্ষোভের ডাক দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষ থেকে হলদিবাড়ি চক্র অফিসে এ নিয়ে পোস্টারিংও করা হয়েছে। গোটা রাজ্যেই ৫ সপ্টেম্বর সংগঠনের শিক্ষকরা অবস্থান বিক্ষোভে বসবেন। এ বিষয়ে সংগঠনের হলদিবাড়ি চক্র সম্পাদক আব্দুল জলিল সরকার জানান, কেন্দ্র ও রাজ্য শিক্ষানীতির মধ্যে দিয়ে শিক্ষার ক্ষতি করছে। স্কুলগুলিতে শ্রেণিভিত্তিক শিক্ষক না থাকায় পঠনপাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিড ডে মিলের জন্য বরাদ্দ ছাত্রপিছু মাত্র ৫.৪৫ টাকা। যা দিয়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব নয়। শিক্ষকদের বদলির ক্ষেত্রেও টালবাহানা চলছে। শিক্ষক ও শিক্ষার নানা সমস্যা সরকার সমাধান করছে না। অথচ শিক্ষক দিবসের দিন অনুষ্ঠান করে শিক্ষারত্ন দিলেই শিক্ষকের প্রতি সম্মান দেখানো হয় না।