নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আর জি কর কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে কলেজগুলিতে শুক্রবার বিক্ষোভ মিছিল করে টিএমসিপি। শিলিগুড়ি মহকুমার সমস্ত কলেজে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত একঘণ্টা এই মিছিল হয়। শিলিগুড়ি কলেজ, সূর্য সেন মহাবিদ্যালয়, মুন্সি প্রেমচাঁদ কলেজ, বাগডোগরায় কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় সহ সব কলেজ বিক্ষোভ মিছিল করা হয়। কলেজগুলির পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ মিছিল করা হয়। দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিছিল করা হয়েছে। ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে যে নতুন বিলের কথা বলা হয়েছে তার সমর্থনে এই মিছিল করি আমরা।