• ব্ল্যাকস্পট নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি পাঠাবেন এসডিও
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর মহকুমা এলাকায় জাতীয় সড়কে চিহ্নিত ব্ল্যাকস্পটগুলিতে ব্যবস্থা নেবার জন্য চিঠি করবেন মহকুমা শাসক। শুক্রবার জলপাইগুড়ি সদর সাবডিভিশন রোডসেফটি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। অভিযোগ, সদর মহকুমায় জাতীয় সড়কের চার থেকে পাঁচটি জায়গাকে ব্ল্যাকস্পট চিহ্নিত করা হয়েছে। ট্রাফিক বিভাগ ওই জায়গাগুলিতে আলো এবং রোডক্রসিংয়ের জন্য আবেদন করলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি। এর জেরেই চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।  এদিন নিজের দপ্তরের জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিক, এসিপি ট্রাফিক শিলিগুড়ি পুলিস কমিশারেট, মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক, জলপাইগুড়ি জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, বিভিন্ন ট্রাফিক গার্ডের আইসি সহ পদাধিকারিকদের নিয়ে রোডসেফটি কমিটির বৈঠক করেন কমিটির চেয়ারম্যান তথা সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। বৈঠক শেষে এসডিও বলেন, দশদরগা, তালমা, আসাম মো‌ড়, ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, এলাকাকে ব্ল্যাকস্পট হিসেবে চিহ্নিত করেছে ট্রাফিক বিভাগ। দশরগায় আলো এবং রোডক্রসিংয়ের ব্যবস্থার দরকার আছে। শিলিগুড়ি পুলিস কমিশনারেটের ট্রাফিক গার্ড এনজেপি স্টেশন যাবার রাস্তা, ফুলবাড়ি থেকে উত্তরকন্যা যাবার রাস্তায় ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। এই জায়গাগুলিতে রাস্তার ক্রসিং এবং আলো দরকার। এই বিষয়গুলি নিয়ে ট্রাফিকের পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেনি। যা দুর্ভাগ্যজনক। তাই কমিটির চেয়ারম্যান হিসেবে কর্তৃপক্ষকে চিঠি করব।


    এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের শিলিগুড়ি এলাকার প্রোজেক্ট অফিসার প্রদ্যুৎ দাশগুপ্ত বলেন, আমরা কেবলমাত্র শহুরে এলাকা, ফ্লাইওভার এবং সেতুতে আলো লাগাতে পারি। তবে ট্রাফিক গার্ড যেই জায়গার কথা বলেছে সেগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)