এনজেপিতে মদ তৈরির কাঁচা স্পিরিট সহ গ্রেপ্তার নকশালবাড়ির মহিলা
বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
সংবাদদাতা, শিলিগুড়ি: এনজেপিতে দেশি মদ তৈরির স্পিরিট বিক্রি করতে এসে ধরা পড়ে গেল নকশালবাড়ির এক মহিলা। এনজেপি থানার পুলিস জানিয়েছে, ধৃত মহিলার নাম গীতা শৈব্য। তার হেপাজত থেকে ৩৭ লিটার কাঁচা স্পিরিট উদ্ধার হয়েছে। শুক্রবার সকালের এই ঘটনায় এনজেপি এলাকায় অবৈধভাবে দেশি মদ তৈরি ও কারবারের দিকটি ফের সামনে এল।
এনজেপি থানার অধীন বিভিন্ন জায়গায় দেশি মদের বেআইনি কারবারের অভিযোগ দীর্ঘদিনের। এনজেপি স্টেশনের কাছে বাঁশবাড়ি সহ বেশকিছু এলাকায় একাধিকবার দেশি মদের ঠেক ভেঙে প্রতিবাদে সরব হয়েছেন মহিলারা। পুলিসও নজরদারি চালিয়ে মদের অবৈধ কারবারের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে। মদও উদ্ধার করেছে। তাতেও এই এলাকায় দেশি মদ অবৈধভাবে তৈরি ও কারবার যে বন্ধ হয়নি তা এদিনের ঘটনায় ফের প্রমাণিত হল।
পুলিস জানিয়েছে, ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে কাঁচা স্পিরিট বিক্রির উদ্দেশ্যে এদিন সকালে এনজেপিতে আসে ওই মহিলা। গোপন সূত্রের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিস স্টেশনের কাছে নেতাজি মোড় এলাকায় নজরদারি রাখে। সেখানে হাতেনাতে মহিলাকে ধরে ফেলে পুলিস। তার থেকে প্রায় ৩৭ লিটার স্পিরিট উদ্ধার হয়েছে। পুলিসের দাবি, মহিলা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পানিট্যাঙ্কি থেকে এনজেপিতে স্পিরিট সে বিক্রির জন্যই এনেছিল। এটি মদ তৈরির কাজে লাগে। দীর্ঘদিন ধরে সে অবৈধ কারবারের সঙ্গে জড়িত। এর আগেও এনজেপিতে কাঁচা স্পিরিট বিক্রি করে গিয়েছে বলে পুলিসের কাছে সে স্বীকার করেছে। পুলিসের প্রাথমিক অনুমান, এনজেপির ও আশপাশ এলাকায় অবৈধভাবে মদ তৈরির কারবারিদের সঙ্গে এই মহিলা যুক্ত রয়েছে। সেকারণেই এদিন এনজেপিতে স্পিরিট বিক্রি করতে এসেছিল। পুলিস জানিয়েছে, ধৃত মহিলাকে জিঞ্জাসাবাদ করে দেখা হবে এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে। এনিয়ে তদন্ত শুরু হয়েছে।