• গয়না সহ ৭ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট চোরের দল
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, দেওয়ানহাট: ফাঁকা বাড়িতে হানা দিল চোরের দল। বাড়ির মালিকের দাবি, আলমারির লকার থেকে নগদ টাকা, সোনা এবং রূপার গয়না সহ সাত লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে কোচবিহার শহর সংলগ্ন ২ নম্বর গুড়িয়াহাটি ব্যাঙচাত্রা রোডের বকুলতলা বাপুজি হাইস্কুল সংলগ্ন এলাকায়। কোতোয়ালি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার দুপুরে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গেটের তালা ভাঙা অবস্থায় দেখে তাঁরা বাড়ির লোকেদের খবর দেন। ঘটনাস্থলে আসেন বাড়ির মালিকের জামাই ও মেয়ে। তাঁরা দেখেন, গ্রিল ও ঘরের দরজার তালা ভাঙা। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। আলমারি ও বক্সখাটের বাক্সও খোলা। আলমারিতে থাকা সোনা এবং রূপার গয়না চুরি গিয়েছে। নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গিয়েছে চোরের দল।
  • Link to this news (বর্তমান)