• অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্যাড ছাপিয়ে ২৫ লক্ষ প্রতারণা, নিউটাউনে ধৃত এক
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জাল প্যাড ছাপিয়ে এবং তাতে ভুয়ো চিঠি ইস্যু করে ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে জালিয়াতকে গ্রেপ্তার করল শেক্সপিয়র সরণি থানা। অভিযুক্ত কৌশিক সরকারকে বৃহস্পতিবার রাতে নিউটাউন থেকে ধরা হয়। অভিষেকের পাশাপাশি তাঁর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নামও নিয়েছিল অভিযুক্ত। কৌশিকের বিরুদ্ধে একই কায়দায় একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ রয়েছে।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওই অভিযোগকারীর নিউটাউনে অফিস রয়েছে। তিনি আমদানি-রপ্তানির ব্যবসা করেন। বাংলাদেশের সঙ্গে কারবার চলে। নিউটাউনেই তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল অভিযুক্ত কৌশিকের। সে জানায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক আছে। ক্যামাক স্ট্রিটের অফিসে নিয়মিত যাতায়াত করেন। এমপির পিএ তাঁর ঘনিষ্ঠ। অভিযোগকারী ব্যবসায়ীর আস্থা অর্জনে সে অভিষেকের নামে লেখা একটি প্যাড দেখায়। পাশাপাশি জানায়, তার কোনও কাজ এমপি ফেলে দেন না। এই ব্যবসায়ী বাংলাদেশে পণ্য আনা-নেওয়ার জন্য ওয়ান টাইম লাইসেন্সের খোঁজ করছিলেন। অভিযুক্ত জানায়, সে সাংসদকে বলে এই কাজ করিয়ে দেবে। আর এমপি তদারকি করলে লাইসেন্স বেরিয়ে যাবে অনায়াসে। লাইসেন্স পাইয়ে দেবে বলে তাঁর কাছ থেকে ২৩ লক্ষ টাকা নেয় অভিযুক্ত। টাকা নেওয়ার কিছুদিন পর ব্যবসায়ীকে অভিষেকের নামে ছাপানো জাল প্যাডে একটি চিঠি দেন ব্যবসায়ীকে। তাতে উল্লেখ করা ছিল, এমপি সুপারিশ করে দিয়েছেন। লাইসেন্স শীঘ্রই মিলে যাবে। এরপর এমপির সঙ্গে দেখা করাবে বলে ওই ব্যবসায়ীকে ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে নিয়ে যান অভিযুক্ত। কিছুক্ষণ পর জানায়, এমপি অফিসে নেই। তাই দেখা হবে না। টাকা দেওয়ার পরেও লাইসেন্স না পেয়ে ব্যবসায়ী বারবার ফোন করে অভিযুক্তকে। কিন্তু সে ঘোরাতে থাকে বলে অভিযোগ। শেষ পর্যন্ত তিনি পুলিসে অভিযোগ করলে শেক্সপিয়ার সরণি থানা তাকে গ্রেপ্তার করে। জানা যাচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে বিধাননগর সহ বিভিন্ন জায়গায় এইভাবে তোলাবাজির অভিযোগ রয়েছে। তার সঙ্গে আর কারা ছিল জানার চেষ্টা চলছে। 
  • Link to this news (বর্তমান)