• দলের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় কারা তুলে ধরছেন না, কড়া নজর রাখছে তৃণমূল ভবন
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি, সিপিএমসহ বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে কুৎসা, অপপ্রচার চালাচ্ছে, ফেক ভিডিও দিচ্ছে, তার তথ্যভিত্তিক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের যেসব জনপ্রতিনিধি ও পদাধিকারী পদ আঁকড়ে থেকেও এই নির্দেশ পালন করছেন না তাঁরা এবার নেতৃত্বের কড়া নজরে রইলেন। তৃণমূল ভবন সূত্রের খবর, আগামী কয়েক দিন দলের তরফে তাঁদের উপর নজর রাখা হবে, তারপর সংশ্লিষ্ট ব্যক্তিকে পড়তে হবে নেতৃত্বের কড়া ধমকেরও মুখে। 


    ইদানীং দেখা গিয়েছে, রাজ্য সরকার ও তৃণমূলের নামে প্রতিদিনই নানা ধরনের ছবি-ভিডিও প্রকাশ করে গালমন্দ করছে বিরোধীরা। আর জি কর কাণ্ডের পর থেকে তা বেশ বেড়ে গিয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, তৃণমূলের নামে অপপ্রচার চলছে এবং বাংলার সরকারকে বদনাম করছে বিরোধীরা। কিন্তু এই অবস্থায় বিরোধীদের যোগ্য জবাব দিতেও ‘অনীহা’ দেখা গিয়েছে তৃণমূলের একটা অংশের মধ্যে। তার প্রেক্ষিতেই বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন সাংসদ, বিধায়ক, কাউন্সিলারসহ দলীয় পদাধিকারীদের চুপ করে বসে থাকলে হবে না। সামাজিক মাধ্যমে বিরোধীদের কুৎসার জবাব দিতে হবে। নেতৃত্বের নির্দেশ, যে-সমস্ত ফেক ভিডিও বিরোধীরা ছড়াচ্ছে, তার জবাব দিন এবং পুলিসের কাছে অভিযোগ দায়ের করুন।


    প্রধানমন্ত্রীকে যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, তা সামাজিক মাধ্যমে তুলে ধরতে নির্দেশ গিয়েছে সব নেতার কাছেই। এছাড়া ‘ধর্ষণের শাস্তি ফাঁসিই’—মমতার এই বক্তব্যটিও প্রচার করতে বলা হয়েছে। কিন্তু কারা সামাজিক মাধ্যমে দলের কথা তুলে ধরছেন না, সেটাই এবার তৃণমূল ভবনের স্ক্যানারে। অন্যদিকে, এদিন মমতার নির্দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গেটে কর্মসূচি করে তৃণমূল ছাত্র পরিষদ। আর জি করের ঘটনায় দোষীর ফাঁসির দাবি জানানো হয়। কলকাতার ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, সেন্ট পলস কলেজ, আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ, 


    গুরুদাস কলেজ, বিদ্যাসাগর কলেজ ও আশুতোষ কলেজে কর্মসূচি পালিত হয়েছে। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যসহ অনেকে। ওয়েবকুপার নেতৃত্বে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। তাদের দাবি ছিল, অবৈধভাবে এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। তার জেরে কর্মচারী, শিক্ষক এবং ছাত্রছাত্রীরা হেনস্তার শিকার হচ্ছেন। মূল গেট থেকে দ্বারভাঙা ভবন পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। পুরোভাগে ছিলেন সংগঠনের সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল। এদিকে, মেঘালয় বিধানসভার গামবেগরে আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সাধিয়ারানি এম সাংমা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)