• ‘এনসিপি নেতাদের পাশে বসলেই গা গুলোয়’, বিতর্কিত মন্তব্য সিন্ধে শিবিরের মন্ত্রীর
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভার ভোট যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। চড়ছে উত্তেজনার পারদ। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন একনাথ সিন্ধের জোট সরকারের ফাটল যেন ক্রমে প্রকট হচ্ছে। জোট সঙ্গী এনসিপি (অজিত পাওয়ার) সম্পর্কে শিবসেনা (সিন্ধে) শিবিরের নেতা তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্তের আপত্তিকর মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ওসমানাবাদের ধারাশিবে একটি অনুষ্ঠানে সাওয়ান্ত বলেছেন, ‘আমি ওদের সঙ্গে মন্ত্রিসভায় বসি ঠিকই। কিন্তু, বেরিয়ে আসার পর বমি হয়।’ এরপরই যোগ করেন, ‘আমি একজন গোঁড়া শিবসৈনিক। একজন কট্টর শিবসৈনিক কখনই ন্যাশনালিস্ট ও কংগ্রেসের  পাশে বসতে পারেন না। তাই প্রথমদিন থেকেই ওদের 


    পাশে বসতে আমার অ্যালার্জি। ক্যাবিনেট বৈঠকে যাই ঠিকই, কিন্তু, বেরিয়ে আসার পর গা গুলোয়।’ স্বভাবতই, তানাজির মন্তব্যের কড়া সমালোচনা করেছে এনসিপি 


    (অজিত গোষ্ঠী) শিবির। দলের মুখপাত্র অমল মিতকারি বলেছেন, ‘কোনও বিধায়ক নন। এমন মন্তব্য করেছেন রাজ্যের এক মন্ত্রী। তাই, মুখ্যমন্ত্রীকেই এর ব্যাখ্যা দিতে হবে।’ বারেবারে জোট সঙ্গীদের এমন মন্তব্য জোটের ঐক্যকেই নষ্ট করবে বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)