• বিসিকেভির মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ টিএমসিপির
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: শুক্রবার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিসিকেভি) তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করলেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্ররা। তাঁদের দাবি, গত বছর ইউজিসির নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ র‌্যাগিং রুখতে প্রথম বর্ষের পড়ুয়াদের চতুর্থ বর্ষের ছাত্রদের হস্টেলে থাকার ব্যবস্থা করেন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত বদল করে প্রথম বর্ষের পড়ুয়াদের দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখার ব্যবস্থা করা হয়। এতে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এদিন দীর্ঘক্ষণ বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকেন উপাচার্য, রেজিস্ট্রার, অন্যান্য অধ্যাপক ওআধিকারিকরা। তবে পড়ুয়াদের ঢুকতে দেওয়া হয়। ছাত্ররা দাবি তোলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে বদল করতে হবে। নয়তো উপাচার্যকে পদত্যাগ করতে হবে। পরে উপাচার্য সহ কয়েকজন আধিকারিক আলোচনায় বসেন। উপাচার্য অধ্যাপক গৌতম সাহা বলেন, বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যখন ছাত্ররা তা নিয়ে সমস্যার কথা জানান, তখন ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়। তাঁদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু আলোচনায় না বসে কেন হঠাৎ আন্দোলন শুরু করলেন, তা বোধগম্য হয়নি। 
  • Link to this news (বর্তমান)