• ‘আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই’, আর জি করের অবস্থান মঞ্চে উঠল নয়া স্লোগান
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সিবিআইয়ের উপর চাপ বাড়াতে শুরু করলেন আন্দোলনকারী চিকিৎসক-পড়ুয়ারা। ‘জাস্টিস’-এর দাবিতে আর জি করের অবস্থান মঞ্চ থেকে শুক্রবার তাঁদের কণ্ঠে শোনা গেল নতুন স্লোগান— ‘আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই।’ ঘটনার পর ২১ দিন কাটলেও আর জি কর হাসপাতালের তরুণী চিকিত্সকের খুন-ধর্ষণের কিনারা হয়নি এখনও। সুবিচারসিহ নির্দিষ্ট কিছু দাবিতে সেই থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এর ফলে সাধারণ রোগী ও তাঁদের আত্মীয়দের ভোগান্তিও বেড়ে চলেছে। সিনিয়র চিকিত্সকরা পরিষেবা চালু রাখছেন। এমতাবস্থায় আন্দোলনকারীদের একাংশের দাবি, এবার সুর চড়াতে হবে সিবিআইয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত, দিন কয়েক আগে জুনিয়র চিকিত্সকরা সিবিআই দপ্তরে গিয়েছিলেন তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে। কার্যত শূন্য হাতেই ফিরতে হয়েছিল তাঁদের। এর মধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিত্সকরা আগামী ২ সেপ্টেম্বর ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছেন। চিকিত্সকদের যৌথ মঞ্চ আজ, শনিবার সিজিও অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে জুনিয়ররা যোগ দেবেন কি না, রাত পর্যন্ত সে বিষয়ে সিদ্ধান্ত জানা যায়নি। এদিকে, আর্থিক দুর্নীতি ও স্বাস্থ্য সিন্ডিকেট নিয়ে তোলপাড়ের মধ্যেই পিজি হাসপাতালে নতুন সমস্যা দেখা দিয়েছে। এই হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন হাসপাতালের এক হাউসস্টাফ ও তাঁর দলবলের বিরুদ্ধে হুমকি প্রদর্শন, খবরদারি, এমনকী মারধরের অভিযোগ এনেছে। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে সুপারের কাছে।  
  • Link to this news (বর্তমান)