• ডিসি সেন্ট্রাল-কে ধর্ষণের হুমকি, তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে এবার তিন অজ্ঞাতপরিচয় ইউটিউবারের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিস। লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা দায়ের করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলার তদন্তভার আপাতত হেয়ার স্ট্রিট থানার হাতে থাকলেও পরে গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হবে।  

    উল্লেখ্য, আর জি কর কাণ্ডে এখন প্রতিদিনই প্রায় নিয়ম করে সাংবাদিক সম্মেলন করছেন কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়।  সমস্যার সূত্রপাত এই সাংবাদিক সম্মেলনের একটি ভিডিও ক্লিপকে ঘিরে। কলকাতা পুলিসের অভিযোগ, তিন অজ্ঞাতপরিচয় ইউটিউবার কলকাতা পুলিসের মহিলা আইপিএস অফিসারকে কুরুচিকর, অশালীন মন্তব্য করার পাশাপাশি সরাসরি ধর্ষণের হুমকি দিয়েছেন। কলকাতা পুলিসের ইতিহাসে এই ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন।  পাশাপাশি, অভিযুক্ত  ইউটিউবাররা আর জি কর খুন-ধর্ষণের শিকার সেই মহিলা চিকিৎসকের নাম, পরিচয় ফাঁস করেছেন বলে অভিযোগ। যা শাস্তিযোগ্য অপরাধ। লালবাজার সূত্রের খবর, তদন্তে নেমে কলকাতা পুলিস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ধরে অভিযুক্ত ইউটিউবারদের পরিচয় জানার চেষ্টা করছেন। তারপরই তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে। 
  • Link to this news (বর্তমান)