• স্কুল সার্ভিস কমিশন: পাঁচ রিজিয়নেই নয়া চেয়ারম্যান
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেধাতালিকা থেকে উচ্চপ্রাথমিকস্তরে ১৪ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। আর তাৎপর্যপূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশনের পাঁচটি আঞ্চলিক অফিসে চেয়ারম্যান নিয়োগ করল শিক্ষাদপ্তর। সাদার্ন রিজিয়নে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক মণিকান্ত পরিয়াকে। ইস্টার্ন রিজিয়নে চেয়ারম্যান হয়েছেন রামপুরহাট কলেজের সহকারী অধ্যাপক অরিন্দম গঙ্গোপাধ্যায়। সাউথ-ইস্টার্ন রিজিয়নে চেয়ারম্যান করা হয়েছে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌমী দাসকে। ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান করা হয়েছে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সাধনা খাওয়াস এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াল বসু রায়কে। মনে করা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় দ্রুততা আনার জন্যই এই আঞ্চলিক অফিসগুলিতে নয়া চেয়ারম্যান আনা হল। 
  • Link to this news (বর্তমান)