• ‘ফাঁসি চাই’— সব কলেজের সামনে বিক্ষোভে শামিল তৃণমূল ছাত্র পরিষদ
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার কলেজে কলেজে বিক্ষোভ ও অবস্থান করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। কলকাতা সংলগ্ন চার জেলার প্রতিটি কলেজের সামনেই এদিন জমায়েত করে তারা। আর জি কর হাসাপাতালের ঘটনায় দোষীর ফাঁসির দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন মমতা। এছাড়া, দ্রুত তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর চাপ বৃদ্ধি করেন বিক্ষোভকারী ছাত্রছাত্রী ও তৃণমূলের নেতানেত্রীরা। আর জি করের ঘটনা নিয়ে নানা ভুয়ো খবর ছড়িয়ে বাংলার সরকারের বদনামের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগে সরব হন তাঁরা। 

    হাওড়ার সবক’টি কলেজেই এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে টিএমসিপি। সকালে উলুবেড়িয়া কলেজের সামনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হাওড়া (গ্রামীণ) জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। বাগনান কলেজের সামনে অবস্থান বিক্ষোভ মঞ্চে ছিলেন বিধায়ক অরুণাভ সেন। আমতা রামসদয় কলেজের সামনে হাজির ছিলেন বিধায়ক নির্মল মাজি। জয়পুরের পঞ্চানন রায় কলেজ, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, উদয়নারায়ণপুরে মাধবীলতা মহাবিদ্যালয়ের সামনেও কর্মসূচি আয়োজিত হয়। অবস্থান মঞ্চ থেকে এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে একহাত নেন বিধায়ক অরুণাভ সেন। তিনি বলেন, ‘যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে, তাঁর কাছে মহিলাদের সুরক্ষার দাবি নিয়ে যাচ্ছেন একদল মানুষ। অথচ রাজ্যপাল সুপ্রিম কোর্টের রক্ষাকবচ কাজে লাগিয়ে তদন্ত থেকে নিজেকে আড়াল করতে চাইছেন।’ হাওড়া শহরের নরসিংহ দত্ত কলেজ, ডাঃ কানাইলাল ভট্টাচার্য কলেজ সহ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই বিক্ষোভ হয়। উত্তর ২৪ পরগনার বারাকপুর থেকে বসিরহাট—চিত্রটা কমবেশি একই ছিল। সব কলেজের সামনেই টিএমসিপির কর্মী-সমর্থকরা দুপুরের দিকে জমায়েত করেন ও আর জি কর-কাণ্ডে দোষীদের ফাঁসি দাবি করেন। বারাকপুরের সুরেন্দ্রনাথ কলেজ, নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে টিএমসিপির সমর্থক পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে নিয়ে চরম শাস্তির দাবিতে স্লোগান তোলেন। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির কলেজগুলিতেও একই চিত্র দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের ছাত্র নেতাদের পাশাপাশি স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্বকেও দেখা গিয়েছে। বিধানসভায় ধর্ষণের চূড়ান্ত শাস্তি সংক্রান্ত আইন আনার যে কথা চলছে, তার সমর্থনেও বক্তব্য রাখেন টিএমসিপি নেতানেত্রীরা।   
  • Link to this news (বর্তমান)