• ডেঙ্গু নির্ণয়ে তৎপর রাজ্য, হুগলিতে এবার নিয়োগ করা হচ্ছে ফ্লেবটামিস্ট
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডেঙ্গুর পরীক্ষায় গতি আনতে এবার চুক্তিতে অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্যদপ্তর। রাজ্যের অন্যতম ডেঙ্গুপ্রবণ জেলা হুগলিতেও কর্মী নিয়োগের জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যকর্তারা। সরকারি স্বাস্থ্য পরিভাষায় ওই কর্মীদের বলা হয় ‘ফ্লেবটামিস্ট’। মূলত রক্তসংগ্রহ ও সেই রক্তকে পরীক্ষার জন্য উপযুক্ত করে তোলার কাজ ওই কর্মীরা করেন। সেপ্টেম্বরের শুরুতে তাঁদের কাজে নামাতে বলা হয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত কাজ করবেন তাঁরা। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

    রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ১০টি জেলা ও স্বাস্থ্য‌঩জেলাকে ডেঙ্গুপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকার দুই নম্বরে রয়েছে হুগলি। ডেঙ্গু রোগীর বাড়বাড়ন্তের নিরিখে হুগলিকে পাঁচজন চুক্তিভিত্তিক ফ্লেবটামিস্ট নিয়োগ করতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্যদপ্তরের এক কর্তা বলেন, যত দ্রুত রোগ চিহ্নিত করা যাবে, রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও তত বেশি। সেকারণেই রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে। বাড়তি রক্তসংগ্রহ করার লোক থাকলে বেশিসংখ্যক রোগীকে একইদিনে পরীক্ষার আওতায় আনা যাবে। শাসকদলের হেলথ টেকনোলজিস্ট সংগঠনের কর্মকর্তা মনোজ চক্রবর্তী  বলেন, এর ফলে কয়েকজন যুবক যেমন কাজ পাবেন, তেমনই বর্তমান টেকনোলজিস্টদের কাজের ভার কমবে। সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্তে রোগ নির্ণয় প্রক্রিয়া দ্রুততর হবে। যা আখেরে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ভূমিকা নেবে। কারণ, ডেঙ্গু রোগী থেকেই ডেঙ্গু ছড়ায়। হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মৃগাঙ্কমৌলি কর বলেন, আমরা ডেঙ্গু প্রতিরোধে যাবতীয় পদক্ষেপ নিয়েছি। স্বাস্থ্যদপ্তর যেমন পদক্ষেপের কথা বলেছে, তাও করা হবে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, রোগীর চাপের কারণে এই বিশেষ কর্মী নিয়োগের জন্য স্বাস্থ্যভবনের উপর চাপ ছিল। সম্প্রতি ডিএইচএস (পাবলিক হেলথ)-এর কাছে এনিয়ে কিছু জেলা থেকে প্রস্তাব গিয়েছিল। তারপরই হুগলিতে অস্থায়ী কর্মী নিয়োগের ছাড়পত্র দিয়েছেন স্বাস্থ্যকর্তারা। 
  • Link to this news (বর্তমান)