• ভিক্ষা করে হনুমানের শেষকৃত্য সম্পন্ন কুলপিতে
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বাসে ধাক্কা লেগে মৃত্যু হয় একটি হনুমানের। তারপর প্রাণীটির শরীর মাটিতে পুঁতে চাঁদা তুলে শেষকৃত্য করলেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, শুক্রবার সকালে কুলপি থানার কাশীপুর জামতলায় গোটা পনেরো হনুমান ১১৭ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল। তখন কোলকাতাগামী একটি বাস দ্রুত গতিতে আসে। একটি হনুমানকে ধাক্কা মারে। প্রাণীটি গুরুতর আহত হয়। গ্রামবাসীরা আহত হনুমানটিকে উদ্ধার করে জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করেন। তবে খানিক সময় পর হনুমানটির মৃত্যু হয়। তারপর এলাকার বাসিন্দারা প্রাণীটিকে একত্র হয়ে মাটিতে পুঁতে দেওয়ার আয়োজন করেন। তারপর নামাবলী গায়ে জড়িয়ে গ্রামবাসীরা ভিক্ষা করেন। সূর্য ডোবার পর এক ব্রাহ্মণ মন্ত্র পড়ে প্রাণীটিকে সমাধি দেন। মানস মাইতি নামে এক গ্রামবাসী বলেন, ‘সবাই এগিয়ে এসেছিলেন। পথচলতি একাধিক মানুষ, অনেক গাড়ি চালক ও গ্রামবাসী আর্থিক সাহায্য করেছেন। শাস্ত্র মেনে জামতলার মোড়ে সমাধি দেওয়া হয়। এই জায়গায় একটি মন্দির তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রাহ্মণের পরামর্শ নিয়ে শাস্ত্রীয় মতে শ্রাদ্ধ শান্তির কাজ করা হবে।’ - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)