• শুক্রবারও মেয়াদ বৃদ্ধি হয়নি গোপালিকার, অর্থসচিব প্রভাত মিশ্র
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষপদে রদবদল হল শুক্রবার। বর্তমানে সেচদপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্রকে অর্থদপ্তরের দায়িত্বে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন অর্থদপ্তরের সামলেছেন ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থ। তাঁকে সেচদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে। মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির আবেদন করে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য। শুক্রবার পর্যন্ত কেন্দ্রের কোনও সাড়া না পেয়ে প্রশাসনিক মহল ধরে নিয়েছে ওই আবেদন কেন্দ্র মঞ্জুর করছে না। এর আগে জুন মাসে তাঁর কার্যকালের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিল। সেই হিসেবে আজ, শনিবারই গোপালিকার কর্মজীবনের শেষ দিন। ছুটির দিনে সাধারণত এই ধরনের কোনও আবেদন মঞ্জুরের নজির নেই কেন্দ্রের। ফলে পরবর্তী মুখ্যসচিব কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নবান্নের ‘পাওয়ার করিডরে’। সূত্রের খবর, অভিজ্ঞ আইএএস বিবেক কুমারের মুখ্যসচিব হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে আজই পরবর্তী মুখ্যসচিবের নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন। এদিন ১৯৯৩ ব্যাচের আইএএস রোশনি সেনকে ক্ষুদ্র সেচদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।
  • Link to this news (বর্তমান)