• আবার পরিবর্তন, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে এবার নতুন অধ্যক্ষ
    আজকাল | ৩০ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর ইস্তফা দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে বসায় স্বাস্থ্য দপ্তর। কিন্তু সেখানকার পড়ুয়াদের প্রতিবাদে একপ্রকার সরানো হয় সন্দীপ ঘোষকে।

    সিএনএমসির অধ্যক্ষের পদে ফিরিয়ে আনা হয় অজয় কুমার রায়কে। তবে এবার জানা গেল, অজয় কুমার রায় আর বেশিদিন অধ্যক্ষ থাকছেন না ন্যাশনাল মেডিকেলের। ৩১ আগস্ট পর্যন্ত সিএনএমসির অধ্যক্ষ থাকবেন তিনি। তাঁর জায়গায় আসছেন নতুন অধ্যক্ষ। শুক্রবার স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হচ্ছেন শুভ্র মিত্র।

    স্বাস্থ্য ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গ মেডিক্যাল এডুকেশন সার্ভিসের শুভ্র মিত্র সেপ্টেম্বর মাসের শুরু থেকে সিএনএমসির চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক এবং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন পরবর্তী কোনও নির্দেশ না পাওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে হবে তাঁকে।
  • Link to this news (আজকাল)