আজকাল ওয়েবডেস্ক: বিশেষত অফিস টাইমে যানজট এড়িয়ে অল্প সময়ে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পৌঁছতে মেট্রোর কোনও বিকল্প নেই। স্বাভাবিকভাবেই গ্রিন লাইনের এই রুটে মেট্রো চালুর পর থেকেই প্রতিদিনই বেড়েছে যাত্রীদের ভিড়।
এবার কলকাতা ও হাওড়াবাসীর জন্য সুখবর। দুর্গাপুজোর আগে শহরবাসীকে বড় উপহার দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে রবিবারও মিলবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা।
গত ৬ মার্চ ধর্মতলা স্টেশনে আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ মার্চ থেকে শুরু হয় এই রুটে যাত্রী পরিষেবা। একইসঙ্গে চালু হয় পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপা্ধ্যায় অংশের পরিষেবা। তবে এই তিনটি রুটের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি চর্চিত এবং আকর্ষণীয় হুগল নদীর নীচ দিয়ে চালু হওয়া মেট্রো পরিষেবা।
মেট্রোর তরফে জানানো হয়েছিল, যাত্রা শুরুর ১৭ দিনের মাথায় গ্রিন লাইনের এই রুটে সাড়ে ৭ লক্ষ যাত্রী বহন করেছিল মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের এই রুটে যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে প্রতি রবিবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলবে মেট্রো। শুধুমাত্র রবিবার দুপুর ২টো ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মিলবে ট্রেন। আপাতত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতি রবিবার পরীক্ষামূলকভাবেই চলবে মেট্রো।
ছুটির দিনে হাওড়া ময়দা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চললে বিশেষভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ। পাশাপাশি দুর্গাপুজোর সময়ও যদি আড়াই মিনিটের মধ্যেই হাওড়া থেকে ধর্মতলা পৌঁছে যাওয়া যায়, তবে সেই যাত্রাপথও মানুষের কাছে হবে বিশেষ আকর্ষণের। ফলে চলতি আর্থিক বছরে মেট্রোর এই রুটে যে যাত্রী সংখ্যা আরও বাড়বে, সেই বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।