দেশে তিনজনের একজন চিকিৎসক ‘নাইট ডিউটি’ নিরাপদ মনে করেন না, সমীক্ষায় বড় তথ্য প্রকাশ্যে
আজকাল | ৩০ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার আরজি কর-এ কর্তব্যরত তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য-দেশ। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, হাসপাতালগুলিতে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তারমাঝেই প্রকাশ্যে এসেছে একটি সমীক্ষার রিপোর্ট। যাতে বলা হয়েছে, দেশের ৩ জনের ১ জন চিকিৎসক রাতের কাজকে নিরাপদ বলে মনে করেন।
সমীক্ষায় ১১ শতাংশ চিকিৎসক ‘নাইট ডিউটি’কে একেবারেই নিরাপদ নয় বলে জানিয়েছেন। সম্প্রতি চিকিৎসকদের উপর এই সমীক্ষা চালানো হয়। কেরলের আইএমএ-এর রিসার্চ সেলের ভাইস চেয়ারম্যান রাজীব জয়দেবন জানিয়েছেন এই তথ্য। কলকাতায় কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর ‘নাইট শিফট’ নিয়ে কী ভাবছেন চিকিৎসকরা, সেই বিষয়ে একটি অনলাইন সমীক্ষা চালানো হয়।
সমীক্ষায় ২৪ ঘণ্টায় ২২টি রাজ্যের ৩,৮৮৫ জন তাঁদের মতামত জানিয়েছে বলে জানানো হয়েছে আইএমএ-এর পক্ষ থেকে। যার মধ্যে ৮৫ শতাংশের বয়স ৩৫ বছরের কম এবং ৬১ শতাংশ ইন্টার্ণ কিংবা স্নাতকোত্তরের পরীক্ষার্থী।২৪ শতাংশের বেশি নাইট ডিউটি ‘নিরাপদ নয়’ বলে মনে করেছেন, ১১.৪ শতাংশ মনে করেন ‘একেবারেই নিরাপদ নয়।‘
‘নাইট ডিউটি’ নিরাপদ নয় কেন? কী জানিয়েছেন চিকিৎসকরা? সমীক্ষায় জানা গিয়েছে, রাতের কাজ নিরাপদ মনে না করার কারণ পর্যাপ্ত ডিউটি রুম না থাকা। ৪৫ শতাংশ চিকিৎসক ডিউটি রুম না থাকার উপর জোর দিয়েছেন। ডিউটি রুম থাকলেও, তার সঙ্গে শৌচাগার থাকে না। পর্যাপ্ত লাইট, সিসিটিভি ক্যামেরা না থাকার বিষয়টিও উঠে এসেছে তাঁদের মতামতে। চিকিৎসকরা জানিয়েছেন, কাজের সময় অনেকক্ষেত্রেই তাঁরা বাইরের লোকজনের থেকে হুমকির শিকার হন। সমীক্ষায় অনেকেই তাঁদের এই ধরনের অভিজ্ঞতা জানিয়েছেন বলে জানিয়েছে ওই সংস্থা।