ঘূর্ণিঝড়-নিম্নচাপের জোড়া ফলা থেকে 'সুরক্ষিত' বাংলা, বাড়বে তাপমাত্রা
এই সময় | ৩১ আগস্ট ২০২৪
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং আরব সাগরে ঘূর্ণিঝড়। কিন্তু এই জোড়া ফলায় বিদ্ধ হবে না বাংলা। আপাতত পশ্চিমবঙ্গে দুর্যোগ বা ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বহাল। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে অবস্থান করছে একটি অতি গভীর নিম্নচাপ। তা আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর অভিমুখ ওমানের দিকে। এই ঘূর্ণিঝড়ের দরুন পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার বাইরে কোনও বিশেষ প্রভাব পড়বে না।
সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতার আকাশ সকাল থেকে পরিষ্কার। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ হবে আংশিক মেঘলা। বিকেলের দিকে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই তিলোত্তমায়। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ ঘুরে যাওয়ায় কোনও প্রভাব বাংলায় পড়বে না। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি আরও বাড়বে।
শনিবার কয়েকটি জেলায় দু-চার পশলা বৃষ্টিপাত হতে পারে। রবি এবং সোমবার থেকে রোদের জন্য অস্বস্তি বাড়বে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে।