প্রাক্তন ছাত্র হস্টেলে থাকলে বাতিল হতে পারে ডিগ্রি
আনন্দবাজার | ৩১ আগস্ট ২০২৪
কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বর্তমানে আবাসিক নন, এমন কেউ থাকতে পারবেন না। যদি কেউ থাকেন, বিশ্ববিদ্যালয়ের আইনমাফিক তাঁদের ডিগ্রিও কর্তৃপক্ষ বাতিল করে দিতে পারেন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন কর্তৃপক্ষ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক আবাসিক ছাত্রের অভিযোগের আঙুল এক প্রাক্তন ছাত্রের দিকে। ওই প্রাক্তন ছাত্র আগে কারমাইকেল হস্টেলের আবাসিক ছিলেন। তবে পড়াশোনা শেষ হয়ে গেলেও এখনও তিনি সেখানেই থাকছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষভাবে সক্ষম আবাসিক ছাত্রের অভিযোগ, এক বার নয়, একাধিক বার এই প্রাক্তন ছাত্র এমন কাণ্ড করেছেন। পুরো বিষয়টি নিয়ে ওই ছাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানিয়েছেন।
অন্তর্বতী উপাচার্য শান্তা দত্ত দে শুক্রবার জানালেন, অ্যান্টি র্যাগিং কমিটি বিষয়টি নিয়ে এ দিন বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অভিযুক্ত প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ওই প্রাক্তন ছাত্রকে অবিলম্বে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য আরও জানান, এই হেনস্থার ঘটনা যখন ঘটে, সেই সময়কালে হস্টেল সুপার বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে কলকাতার বাইরে ছিলেন। বিষয়টি নিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হচ্ছে। উপাচার্য বলেন, ‘‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আবাসিক নন, এমন কেউ হস্টেলে থাকতে পারবেন না। এই নির্দেশ না মানলে অভিযুক্তের ডিগ্রি বাতিলেরও ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের আইনে রয়েছে। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তেমন পদক্ষেপ করা হবে।’’