• LIVE: আজ থেকে টেলিমেডিসিন পরিষেবা জুনিয়র ডাক্তারদের, ধর্না-মিছিল কর্মসূচি তৃণমূলের
    আজ তক | ৩১ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যেই শনিবার থেকে তাঁরা ৪ ঘণ্টার জন্য টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু করবেন। অন্য দিকে, আরজি করকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে আজ ব্লকে ব্লকে মিছিল-ধর্না করবে তৃণমূল। প্রতিবাদে আজও ধর্নায় বসবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। কোন পথে সিবিআই তদন্ত, সেদিকেও নজর থাকবে। এই সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে...

    আরজি করকাণ্ডে উত্তাল রাজ্য, শো বাতিল কমেডিয়ানের

    আরজি করকাণ্ডের প্রতিবাদে তোলপাড় পরিস্থিতি। এই আবহে রবিবার কলকাতায় শো বাতিল করলেন কমেডিয়ান আকাশ গুপ্ত। 

    আজও ধর্নায় বিজেপি

    আরজি করকাণ্ডের প্রতিবাদে আজও ধর্নায় বসবেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

    আজ তৃণমূলের ধর্না-মিছিল

    আরজি করকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে আজ ব্লকে ব্লকে ধর্না-মিছিল করবে তৃণমূল। 

    টেলিমেডিসিন পরিষেবা শুরু

    আজ থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করবেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার রাতে এই কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আজ থেকে রোজ সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবার জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯। 
  • Link to this news (আজ তক)