বিক্ষোভের মাঝেই মত্ত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার বাইক নিয়ে ঢুকে পড়ার জন্য শুক্রবার রাত থেকেই উত্তাল হয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। এক সিভিক ভলান্টিয়ারের এহেন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এর মাঝেই আরেক সিভিক ভলান্টিয়ারের দায়িত্ববোধের চিত্রও ধরা পড়ল কলকাতা শহরে।রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ, বেআইনি পার্কিং বন্ধের কাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিভিক ভলান্টিয়াররা ডিউটিতে থাকেন। তেমনই শুক্রবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পেছনের গেটের কাছে ডিউটিতে ছিলেন সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজ। যান নিয়ন্ত্রণের কাজ করার সময়ই রাস্তায় এক গুরুতর আহত ব্যক্তিকে লক্ষ্য করেন। নিজের বুদ্ধির জোরে দ্রুত সেই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান ওই সিভিক ভলান্টিয়ার। আহত ব্যক্তির প্রাণ বাঁচান আলি নওয়াজ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত এগারোটা নাগাদ জোড়াসাঁকো থানা এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ দিয়ে দুই বাইক আরোহী যাচ্ছিলেন। হঠাৎই বিশ্ববিদ্যালয়ের পিছনের গেটের কাছে বাইকটি দুর্ঘটনার সম্মুখীন হয়। বাইক সজোরে গিয়ে ছিটকে পড়তেই রাস্তার ওপর আছাড় খেয়ে পড়েন দুই বাইক আরোহী। এর মধ্যে বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লাগে। ঝরঝর করে রক্তক্ষরণ হতে শুরু করে ওই ব্যক্তির।
বিষয়টি দূর থেকে লক্ষ্য করেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেই মুহূর্তে অ্যাম্বুল্যান্স আসা পর্যন্ত অপেক্ষা করলে অনেকটা সময় চলে যাবে। আহত ব্যক্তির প্রাণহানির আশঙ্কা ছিল। আশেপাশে অন্য কোনও গাড়ি না দেখতে পেয়ে আহত ব্যক্তিকে নিজের কাঁধে তুলে নেন ওই সিভিক ভলান্টিয়ার। ছুট লাগান ৫০০ মিটার দূরে অবস্থিত মেডিক্যাল কলেজের দিকে।
কলকাতা মেডিক্যালে চিকিৎসা শুরু হয় ওই ব্যক্তির। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় কার্যত প্রাণে বেঁচে গিয়েছেন ওই বাইক আরোহী। এই ঘটনার পর সিভিক ভলান্টিয়ারকে শুভেচ্ছা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফেও। বেশ কিছু ক্ষেত্রে কয়েকজন সিভিক ভলান্টিয়ার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেও সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজের কাজে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।