• 'চাপে মাথা নত নয়, বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন', বললেন আরজি করের নয়া MSVP
    হিন্দুস্তান টাইমস | ৩১ আগস্ট ২০২৪
  • আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল শীর্ষ আদালত। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চিকিৎকদের কর্মবিরতি তুলে নিতে বলেন। পাশাপাশি চিকিৎসকদের আন্দোলনকে 'সমর্থন' জানান তৃণমূল সুপ্রিমো। এরই মাঝে এবার আরজি করের নতুন মেডিকাল সুপার ভাইস প্রিন্সিপল সপ্তর্ষি চট্টোপাধ্যায় বললেন, 'বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আন্দোলন। কারও চাপে মাথানত করব না।' টিভি৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, জুনিয়র ডাক্তারদের একটি কনভেনশনে এই মন্তব্য করেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি এক কনভেনশনে নাকি আরও বলেন, 'আমি অতীতে বিশ্বাস করি না। আমি ভবিষ্যতে বিশ্বাসী। আরজি করে কী কালচার চলত আমি জানি। কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে- অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর উপরে যে যেতে চাইবে তাঁকে আমায় ফেস করতে হবে।'

    উল্লেখ্য, গত ৯ অগস্ট তরুণী চিকিৎসক খুনের পর থেকে আরজি করে দফায় দফায় বদল হয়েছে শীর্ষ পদে। প্রথমে সন্দীপ ঘোষ সেই পদ থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় অধ্যক্ষ করা হয়েছিল সুহৃতা পালকে। পরে জুনিয়র ডাক্তারদের চাপের সামনে মাথা নত করে অধ্যক্ষ পদ থেকে বদলি করা হয় সুহৃতাকে। এছাড়াও রেসিডেন্ট চিকিৎসক এবং পড়ুয়াদের দাবি মেনে নিয়ে আরজি করের আরও একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দেয় রাজ্য সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পাশাপাশি নবনিযুক্ত সুপার-কাম-ভাইস প্রিন্সিপাল

    এদিকে জুনিয়র ডাক্তারদের এই কনভেনশনেই বিস্ফোরক দাবি করেন চিকিৎসক দেবব্রত দাস। তিনি বলেন, 'গত চার বছর ধরে অনেক অনৈতিক কাজের সঙ্গে আমিও জড়িত। আমার মনে হয়, এখানে যারা ফ্যাকাল্টি আছে, তারাও জড়িত। কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম। আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে। দুর্ভাগ্যবশত মেয়েটা প্রাণ দিয়ে বোঝাল যে এবার বলতে হবে- এটা ভুল হচ্ছে, এই লোকটা কালপ্রিট।' পরে আরজি করের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় দাবি করেন, বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আন্দোলন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)