অন্ডাল থেকে আরও তিনটি রুটে বিমান পরিষেবা চালু, জানুন সময়সূচি
এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৪
কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আরও তিনটি নতুন রুটে বিমান পরিষেবা চালু হতে চলেছে। ভুবনেশ্বর, বাগডোগরা এবং গুয়াহাটি যাওয়ার জন্যেও অন্ডাল বিমানবন্দর থেকে পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা।দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সপ্তাহে ৭দিন ভুবনেশ্বর, ৪ দিন বাগডোগরা এবং ৩ দিন গুয়াহাটির বিমান চলাচল করবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। অন্ডাল বিমানবন্দর থেকে বর্তমানে দিল্লি, চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদের উড়ান চালু রয়েছে। সেই তালিকায় যোগ হল ভুবনেশ্বর ও বাগডোগরা এবং গুয়াহাটি।
বিমানবন্দর সূত্রে খবর, এই রুটগুলিতে এটিআর বিমান চালাচ্ছে ইন্ডিগো। বাগডোগরা রুটে বিমান পরিষেবা শুরু হওয়ায় উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে, ভুবনেশ্বর পর্যন্ত বিমান পরিষেবা চালু হওয়ায় পুরী যাওয়া আরও সহজ হবে। পাশাপশি, গুয়াহাটি বিমান চালু হওয়ায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে দুর্গাপুরের সরাসরি সংযোগ হল।
ভুবনেশ্বর থেকে সকাল ১১টা ১৫ নাগাদ বিমান ছাড়বে। অন্ডালে বিমান নামবে ১২ টা ৫৫ নাগাদ। রবি, সোম, বুধ ও শুক্রবার সেই বিমানটি ১টা ১৫ নাগাদ অন্ডাল ছেড়ে বাগডোগরা পৌঁছবে দুপুর ২টা ২০ নাগাদ। বাগডোগরা থেকে বিমান দুপুর ২টা ৫৫ নাগাদ ছাড়বে এবং দুর্গাপুর পৌঁছাবে বিকাল ৪টা ৫ নাগাদ। বিকাল ৪টা ৩৫ নাগাদ ছেড়ে সেই বিমান ভুবনেশ্বর পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ।
সপ্তাহের বাকি তিন দিন ভুবনেশ্বর থেকে দুর্গাপুরে আসার পরে বিমানটি দুপুর ১টা ১৫ নাগাদ বিমান রওনা দেবে গুয়াহাটির উদ্দেশ্যে। পৌঁছাবে দুপুর ২টা ৪০ নাগাদ। দুপুর ৩টা ১০ নাগাদ বিমান গুয়াহাটি থেকে ছেড়ে দুর্গাপুর পৌঁছাবে ৪টা ৫০ নাগাদ। দুর্গাপুর থেকে ৫টা ১০ নাগাদ বিমান ছেড়ে সন্ধ্যা ৬টা ৫৫ নাগাদ বিমান পৌঁছবে ভুবনেশ্বরে। জানা গিয়েছে, প্রথম দিন ভুবনেশ্বর থেকে অন্ডালে ৪৬ জন এবং অন্ডাল থেকে ভুবনেশ্বর যান ৩২ জন যাত্রী।