তারাপীঠে অনলাইন পুজোর নামে প্রতারণার ছক, সতর্কবার্তা মন্দির কমিটির
এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৪
রবিবার থেকে কৌশিকী অমাবস্যার তিথি শুরু। অনেক ভক্তই চান এই সময় তারাপীঠে গিয়ে পুজো দিতে। কিন্তু, বিভিন্ন সময় তা সম্ভব হয় না। আর এই সুযোগে একদল প্রতারক অনলাইনে রমরমিয়ে চালাচ্ছে প্রতারণা চক্র। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে টাকার বিনিময়ে তারাপীঠে আনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করা হবে। এই আশা দেখিয়ে পূণ্যার্থীর থেকে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। কিন্তু, আদতে তারাপীঠে অনলাইনে পুজো দেওয়ার কোনও ব্যবস্থা নেই, মন্দির কমিটির পক্ষ থেকে তা স্পষ্ট জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার জন্য আবেদন জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে।বর্তমানে প্রযুক্তির সাহায্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অনলাইন প্রসাদ বিতরণের ব্যবস্থা। কিছু মন্দিরে দেওয়া যায় অনলাইনে পুজোও। কিন্তু, তারাপীঠ মন্দিরে এই ব্যবস্থা নেই। যদিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দেখা যাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে, টাকার বিনিময়ে তারাপীঠ মন্দিরে পুজোর ব্যবস্থা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকাও।
এই পরিস্থিতিতে তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হল। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, 'আমাদের মন্দিরের তরফে অনলাইনে পুজো দেওয়ার কোনও ব্যবস্থা এখনও চালু হয়নি। মন্দির কমিটি এই ধরনের ব্যবস্থা শুরু করেনি। এখানকার ভক্তদের প্রত্যেকের পরিচিত সেবাইত আছেন। আমরা অনেক সময় বলি ভক্তরা আসতে না পারলে তাঁদের নাম ও গোত্র পাঠিয়ে দিতে। আর এই ভাবেই বছরের পর বছর তারাপীঠে পুজো সম্পন্ন হয়।'
তিনি আরও বলেন, 'অনলাইনে তারাপীঠে পুজোর নামে বেশ কিছু বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এগুলির সঙ্গে মন্দির কমিটির কোনও যোগ নেই। পোস্টগুলির ভুয়ো হওয়ার সম্ভাবনা প্রবল। এই প্রসঙ্গে আমি ভক্তদের সতর্ক করতে চাই।’