নিউটাউনের ইকো পার্কের কাছে চলল গুলি। গুলিতে আহত এক ব্যক্তি। এক যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ যুবকের নাম নাসির উদ্দিন খান। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, নাসির উদ্দিন খান ভাঙড়ের বাসিন্দা। তিনি নিউটাউন রাম মন্দির আইল্যান্ডের কাছে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। একটা বাইকে করে দু’জন দুষ্কৃতী এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বয়ান নিচ্ছে ইকোপার্ক থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি।
স্থানীয়রা দাবি করেছেন, গুলি করে বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অনেকেরই দাবি, রাতের দিকে ওই এলাকায় লোকজন এমনিতেই কম থাকেন। জায়গাটা কিছুটা শুনশান ছিল। ওই দুই দুষ্কৃতী সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। পুলিশ সূত্রে খবর, কী কারণে নাসিমুদ্দিনের উপর হামলা হল, তা দেখা হচ্ছে। তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, যারা গুলি চালিয়েছে তারা পূর্ব পরিচিত ছিল কিনা, সেই বিষয়গুলিও ঘেঁটে দেখা হচ্ছে। যুবকের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে টালিগঞ্জ থানার অন্তর্গত লেক এভিনিউতে গুলি চালনার ঘটনা ঘটে। একটি বহুতল বাড়ির ফ্ল্যাটে লুঠপাটের চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এর কিছুদিন আগেই লেক গার্ডেন্সের এক গেস্ট হাউসে চলেছিল গুলি। বান্ধবীকে গুলি করে আত্মঘাতী হয় এক যুবক বলে অভিযোগ ছিল।