• বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সোরেন, খুশির হাওয়া আদিবাসী সমাজে
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর উপাচার্য পদে ফের রদবদল। এবার ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদে বসলেন অধ্যাপক বিনয়কুমার সোরেন। তাৎপর্যপূর্ণভাবে বিশ্বভারতীর প্রতিষ্ঠার পর তিনিই আদিবাসী সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য হলেন। স্বভাবতই এই খবরে স্থানীয় আদিবাসী সমাজের মধ্যে খুশির হওয়া। তাঁর যোগদানের আগে পর্যন্ত সেই পদে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। শুক্রবার ছিল তাঁর কর্মসমিতির পদের মেয়াদের শেষ দিন। তাই উপাচার্যের পদের মেয়াদ শেষ হতেই তিনি শনিবার নতুন উপাচার্যকে তাঁর দায়িত্বভার বুঝিয়ে দেন। এরপরেই একটি সাংবাদিক বৈঠক করেন বিনয়বাবু। সেখানে তিনি বলেন, বিশ্বভারতী সকলের। তাই বিশ্ববিদ্যালয়কে পরিচালনার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। প্রসঙ্গত, বিশ্বভারতীর শেষ স্থায়ী উপাচার্য ছিলেন বিতর্কিত বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর আমলে নানাভাবে কালিমালিপ্ত হয় ঐতিহ্যবাহী বিশ্বভারতী। ফলে রবীন্দ্র স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ক্রমাগত নিম্নমুখী হতে থাকে। প্রায় পাঁচ বছর সমালোচনার ঝড়ে বিদ্ধ হওয়ার পর গত বছর ৩০ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের সংবিধান অনুযায়ী স্থায়ী উপাচার্য না আসা পর্যন্ত বিশ্বভারতীর সর্বোচ্চ নীতি নির্ধারক কর্ম সমিতির প্রবীণতম সদস্য ভারপ্রাপ্ত উপাচার্যের পদে বসেন। ‌তাই বিদ্যুৎ চক্রবর্তীর পর সেই পদে ছিলেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক। গত ২৫ মে তাঁর কর্ম সমিতির সদস্য পদ শেষ হওয়ায় তাঁর পরিবর্তে সেই পদে বসেন পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। কিন্তু, মাত্র তিন মাসের মধ্যেই ফের সেই পদে রদবদল হল। রবীন্দ্রনাথের এই বিশ্ববিদ্যালয়ে পরিদর্শক হন দেশের রাষ্ট্রপতি। এখন দ্রৌপদী মুর্মু সেই পদে আসীন রয়েছেন। পাশাপাশি প্রথম আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্যের পদে বসলেন বিনয়বাবু। এই নিয়ে গত বছর নভেম্বর মাস থেকে এ যাবৎ তিনবার উপাচার্যের বদল হল। এদিন নতুন ভারপ্রাপ্ত উপাচার্যকে তাঁর দায়িত্বভার বুঝিয়ে দেন প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দবাবু। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মীরা নতুন উপাচার্যকে সাদরে বরণ করে নেন। এদিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে বিনয়বাবু বলেন, ‘প্রথম আদিবাসী হিসেবে এই পদে বসতে পেরে অত্যন্ত গর্বিত। রবীন্দ্রনাথের ভাবনা ও আদর্শকে পাথেয় করে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে চাই। এই কাজে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমানে বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। সেই সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে তা সকলকেই দেখতে হবে। প্রাথমিকভাবে শিক্ষা ব্যবস্থা ও সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা যাতে সম্পন্ন হয় সেদিকেই প্রথম লক্ষ্য থাকবে।’ যদিও নিয়োগ সংক্রান্ত বিষয় সহ যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যের প্রয়োজন। সেই বিষয়টি এখনও কেন্দ্রীর শিক্ষা মন্ত্রকের হাতে ঝুলে রয়েছে। ফলে বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য কবে আসে সেদিকেই তাকিয়ে সকলে। • নতুন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সোরেনকে সংবর্ধনা জ্ঞাপন করছেন প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মন্ডল।
  • Link to this news (বর্তমান)