• বাংলার জলকন্যার সাফল্যে উচ্ছ্বসিত কালনা
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: শুক্রবার গভীর রাতে উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয়ের খবরে ‘বাংলার জলকন্যা’ সাঁতারু সায়নী দাসকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন কালনার বাসিন্দারা। শনিবার দিনের আলো ফুটতেই তাঁর জয়ের খবর ছড়িয়ে পড়তেই কালনার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষের শুভেচ্ছায় ভাসেন সায়নী। প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে এই চ্যানেল জয়ের নজির গড়লেন সায়নী। এশিয়ার মধ্যে সপ্তসিন্ধুর পাঁচটি সিন্ধুর জয়ের তালিকায় ঢুকে পড়লেন। 

    কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নীর ছোট থেকেই সাঁতারের প্রতি আগ্রহ। পাড়ার পুকুর, কখনও গঙ্গায় ও সাধারণ সুইমিং পুলে সাঁতার কেটে ২০১৭সালে ইংলিশ চ্যানেল জয় করেন। লক্ষ্য ছিল সপ্তসিন্ধু জয়। সেই লক্ষ্যে কঠোর অনুশীলন ও অধ্যাবসার মধ্যে দিয়ে অষ্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল, আমেরিকার ক্যাটালিনা, মলোকাই চ্যানেল, নিউজিল্যান্ডের কুক স্ট্রেটের মতো একের পর এক চ্যা঩নেল জয় করেছেন। এবার নর্থ চ্যানেল জয় করলে সায়নী। শনিবার ভোরে সেই খবর কালনা সহ দেশবাসীর কাছে পৌছে যেতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসেন সায়নী। নর্থ চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশনও শুভেচ্ছা জানায়। সায়নীর বাবা প্রাক্তন শিক্ষক রাধেশ্যাম দাস, মা রুপালি দাস মেয়ের সঙ্গে থেকে উৎসাহ দিয়ে গিয়েছেন।

    কালনার বাসিন্দা সুশীল মিশ্র বলেন, কঠোর পরিশ্রম ও অনুশীলনের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছে সায়নী। অদম্য ইচ্ছাশক্তি ও অনুশীলন ওকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে। ওর জয়ে আমরা গর্ব বোধ করছি। আগামী দিনে ওর সব লক্ষ্যই পূরণ হবে, আমরা আশাবাদী। সায়নীর দিদি ধাত্রীগ্রামের বাসিন্দা রিম্পা বসাক বলেন, বোনের সাফল্যে আমরা খুশি। রাত জেগে বাবা-মায়ের কাছে ওর লড়াইয়ের খবর নিচ্ছিলাম। গভীর রাতে ওর জয়ের খবর পাই। 

    একটি ভিডিও বার্তায় সায়নী জানান, জেলিফিস সহ ঠান্ডা জলে বিপদসঙ্কুল পরিস্থিতির মধ্যে দিয়ে সাঁতার কাটতে হয়েছে। তাঁকে উৎসাহ দিয়ে সবসময় যাঁরা পাশে থেকেছেন সকলকে ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)