• দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূলের প্রতিবাদ মিছিল
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: আর জি করের ঘটনার প্রতিবাদে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে মিছিল করল তৃণমূল। দোষীদের ফাঁসির দাবির পাশাপাশি দ্রুত সিবিআই তদন্ত শেষ করার দাবি জানানো হয়। এদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পুরনো বাসস্ট্যান্ড থেকে নাড়াজল মোড় পর্যন্ত বিশাল মিছিল হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা, জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক প্রমুখ। মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে অবস্থান বিক্ষোভ হয়। পাশাপাশি মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করা হয়। সেই বিক্ষোভে জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শহরের ধর্মা এলাকাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। খড়্গপুর শহর, সবং, ডেবরা, মাদপুর সর্বত্রই তৃণমূলের মিছিল ও অবস্থান বিক্ষোভ হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া সহ প্রথম সারির তৃণমূল নেতৃত্ব।এদিন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের নেতা-কর্মীরা আর জি করের ঘটনার প্রতিবাদে পথে নামেন। ঝাড়গ্ৰাম শহরে তৃণমূলের জেলা পার্টি থেকে অফিস থেকে প্রতিবাদ মিছিল বের হয়। পাঁচমাথা মোড়ে মিছিল শেষ হয়।
  • Link to this news (বর্তমান)