• বীরভূম জেলাজুড়ে পথে তৃণমূল
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আরজি করের ঘটনার বিচার চেয়ে ফের রাস্তায় নামল তৃণমূল। এনিয়ে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর আরও চাপ বাড়াতে চাইছে শাসকদল। তৃণমূল নেতাদের দাবি, তদন্ত কোন পর্যায়ে আছে, তা সিবিআই তাড়াতাড়ি জনসমক্ষে আনুক। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের অপপ্রচারের অভিযোগে তাঁরা সরব হন। টানা দু’দিন ধরে জেলার প্রতিটি ব্লক ও শহরে শাসকদল কর্মসূচি চালিয়ে যাবে।

    সিপিএমও এদিন পথে নেমেছে। দুবরাজপুরে সিপিএম নেতা শীতল বাউড়ি বলেন, আমরা পথে নেমে আন্দোলন শুরু করেছি। এই সরকার কাকে আড়াল করতে চাইছে, সেটাই মূল প্রশ্ন। ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করছি। সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে সিউড়ি-১ ব্লকের কড়িধ্যায় একটি অবস্থান মঞ্চ তৈরি হয়েছে। শনিবার সেখানে শাসকদলের ব্লকস্তরের নেতারা হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির ছিলেন। কড়িধ্যায় একটি র‌্যালিও বের করা হয়। তাড়াতাড়ি বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি তোলা হয়।
  • Link to this news (বর্তমান)