• দোষীর কড়া শাস্তি চেয়ে রাজ্য সড়ক অবরোধ আদিবাসীদের
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হবিবপুর: হবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত হাতুড়ের শাস্তির দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসী সমাজ। বিক্ষোভে শামিল হন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুও। 

    শনিবার হবিবপুর ব্লকের তাজপুর এলাকায় মালদহ-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে প্রথমে বিক্ষোভ দেখায় স্থানীয় আদিবাসী সমাজ। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে রেখে দোষীর কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে বিক্ষোভ। অবরোধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আদিবাসী সমাজের অঞ্চল টুডু বলেন, দোষীকে অবিলম্বে কড়া শাস্তি দিতে হবে।

    অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিস। বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়। তারপর ঘটনাস্থলে  আসেন বিধায়ক জুয়েল মুর্মু। তিনি রাস্তার মাঝ বরাবর গাড়ি দাঁড় করিয়ে, রাস্তায় বসে অভিযুক্তর কড়া শাস্তি চেয়ে বিক্ষোভ দেখান। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতারা। খানিকক্ষণ পর অবশ্য অবরোধ তুলে নেন বিধায়ক।
  • Link to this news (বর্তমান)