• জেলায় জেলায় সিপিএমের সভা
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মালদহ, তপন ও চোপড়া: ইংলিশবাজার শহর বামফ্রন্টের আহ্বানে খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণে একটি সভা হল শনিবার। মালদহ শহরের পুরনো হাসপাতাল লাগোয়া এই সভায় বক্তব্য রাখেন ইংলিশবাজার শহর বামফ্রন্ট নেতৃত্ব। মূল বক্তা ছিলেন সিপিএমের রাজ্যনেতা কৌস্তভ চট্টোপাধ্যায়। তিনি আর জি কর কাণ্ডের পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি কলেজে মালদহের বাসিন্দা এক ফার্মাসি পড়ুয়ার রহস্য মৃত্যু নিয়েও প্রকৃত তদন্তের দাবি তোলেন। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র বলেন, খাদ্য আন্দোলনের শহিদদের পাশাপাশি আমরা রাজ্যে মহিলা, ছাত্র সকলের নিরাপত্তাহীনতা নিয়েও সরব হয়েছি। এদিকে তপনে দলীয় কার্যালয়ে খাদ্য আন্দোলনের শহিদ দিবস পালন করল সিপিআইএম। শনিবার শহিদ স্মরণে দিনটি পালন করা হয় সংগঠনের তরফে। যেখানে উপস্থিত ছিলেন তপন এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস, নেতৃত্ব প্রসন্ন বসাক, প্রভাস বর্মন, জার্জিস সরকার, দুলাল লাহা, কিনু বর্মন, বিক্রম বিশ্বাস প্রমুখরা। দলীয় পতাকা উত্তোলনের পর শহিদ বেদীতে মাল্যদান করা হয়। দিনটির গুরুত্ব তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব। খাদ্য আন্দোলন শহিদ দিবস পালন করা হলো চোপড়ায়। শনিবার ব্লকের বিভিন্ন এলাকায় এই দিনটি উদযাপন করা হয় । এদিন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে দাসপাড়া, গোয়াবাড়ি হাট, হাপতিয়াগছ বাজার, সোনাপুর হাট, চোপড়া সিপিআইএম দপ্তরে পতাকা উত্তোলন ও শহিদ স্মরণে পুস্পার্ঘ নিবেদন করে খাদ্য আন্দোলন শহিদ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি সভাপতি নজরুল ইসলাম, গোবিন্দ সিংহ, আফজল হোসেন, স্বপন বোস, সিপিএম নেতা দবিরুল ইসলাম, বিদ্যুৎ তরফদার সহ অন্যান্যরা।
  • Link to this news (বর্তমান)