• মিছিলে কচিকাঁচারা, ক্ষুব্ধ সাবিনা
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা মালদহ: আর জি কর কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়া শিশুদের রাস্তায় মিছিলে নামানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার কালিয়াচক-২ ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া বিদ্যালয়ে মন্ত্রী বলেন, ধর্ষণের মতো অপরাধ সম্পর্কে কিছু জানে না শিশুরা। তাদের রাস্তায় নামিয়ে মাথায় এই সব বিষয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। কিন্তু মনে রাখতে হবে শিশুদের মনস্তত্ত্বে যেন নেতিবাচক প্রভাব না পড়ে। 

    এদিন ওই বিদ্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে নির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন করেন সাবিনা। পাশাপাশি, এদিন ইংলিশবাজার শহর তৃণমূল দোষীর ফাঁসির দাবিতে কর্মসূচি নিয়েছিল। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যরা সেখানে বক্তৃতা দেন।
  • Link to this news (বর্তমান)