• রবিবার থেকে তাপমাত্রা কমবে
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আজ, রবিবার থেকেই কয়েকদিন তাপমাত্রা অন্তত দু-তিন ডিগ্রি কমতে পারে উত্তর দিনাজপুর জেলায়। কারণ হিসেবে সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, শনিবার রাতের পর থেকে ধীরে ধীরে বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটবে। যেহেতু বায়ুমণ্ডলে বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে রবিবার থেকে কয়েকদিন তাপমাত্রা কমবে। মনে করা হচ্ছে, তাপমাত্রা অন্তত দু-তিন ডিগ্রি কমতে পারে। ফলে টানা গরমের মধ্যেও কিছুটা স্বস্তি মিলতে পারে।
  • Link to this news (বর্তমান)