• চুরির ২৪ দিন পরও অধরা দুষ্কৃতীরা
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া পুরাতন মালদহে নারায়ণপুরে একটি হাবে গত ৭ আগস্ট শাটার কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার ২৪ দিন পার হলেও এখনও অধরা দুষ্কৃতীরা। এনিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ওই হাবের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার সহ চুরি যাওয়া জিনিস ফেরানোর দাবি জানানো হয়েছে। নারায়ণপুর হাবের ইনচার্জ দেবব্রত ঘোষ বলেন, চুরির এতদিন পরও রহস্যের কিনারা হয়নি। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। দেবব্রতর দাবি, সবমিলিয়ে আমাদের ১১ লক্ষ টাকার জিনিস চুরি যায়। ৭ আগস্ট দুষ্কৃতীরা শাটার কেটে হাবেব বহু মূল্যবান জিনিস চুরি করে। নগদও নিয়ে যায়। সিসি ক্যামেরা ভেঙে হার্ডডিস্ক খুলে নিয়ে গিয়েছিল। সেই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। মালদহ থানার পুলিস জানিয়েছে, কিছুদিন আগে একটি মন্দির থেকে কিছু অলঙ্কার চুরি হয়েছিল। একজনকে গ্রেপ্তার করে জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। নারায়ণপুরে চুরির ঘটনারও তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)