• শিক্ষকদের সমস্যা শুনল শিক্ষাদপ্তর
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লকের বাহারাল পিএলএস হাইস্কুলে শনিবার জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে দ্বিতীয় দফার ‘দুয়ারে শিক্ষা দপ্তর’ কর্মসূচি পালন করা হয়। রতুয়া-১ ও ২ ব্লকের জুনিয়র, হাইস্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এই বৈঠক হয়।  অনুষ্ঠানে ছিলেন মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস। বিদ্যালয়গুলির সমস্যা জেনে দ্রুত সমাধানের লক্ষ্যেই এই শিবির। রতুয়া-১ ও ২ ব্লকের বিদ্যালয়গুলির অভাব অভিযোগ প্রধান শিক্ষকদের মাধ্যমে শোনা হয়। সমস্যামূলক বিষয়গুলির উপর জবাবি বক্তব্য রাখেন অবর বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক) তৌফিক আক্তার এবং রতুয়া নতুন শিক্ষা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আসিক শেখ। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বলেন, ‘দুয়ারে শিক্ষা দপ্তর’ কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকমের অভাব অভিযোগ শোনা এবং তাঁদের কাছে পৌঁছে যাওয়া। দ্রুত সমস্যা সমাধানের জন্য জেলা শিক্ষা দপ্তরের সফটওয়্যার চালু করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬  সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফাইল ট্যাগিং পোর্টালের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে সমস্যাগুলি দেখে দ্রুততার সঙ্গে সমাধান করা হবে।
  • Link to this news (বর্তমান)