• ব্যবসায়ীদের সতর্ক করল পুলিস
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ব্যবসায়ী, শিল্প উদ্যোগীদের সাইবার অপরাধ নিয়ে সতর্ক করল রায়গঞ্জ পুলিস। শনিবার জেলা পুলিসের উদ্যোগে ও ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় এই সচেতনতামূলক শিবির হয়। সেখানে অন্তত ১৫০ জন ব্যবসায়ী ও শিল্প উদ্যোগী অংশ নেন। শিবিরটি পরিচালনা করেন রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী। শিবিরে আলোচ্য ছিল, ডিজিটাল অ্যারেস্ট, সোশ্যাল মিডিয়া সেক্সটর্সন, ফ্রড কল, ভুয়ো বিজ্ঞাপনের মতো সাইবার অপরাধের একাধিক বিষয়। ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন সহ বিভিন্ন বিষয়ে বিশদে তাঁদের বোঝান রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার আধিকারিক। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুণ্ডু বলেন, ব্যবসায়ীদের সাইবার অপরাধ থেকে রক্ষার উদ্দেশ্যেই এই উদ্যোগ। ব্যবসা করতে গিয়ে অনেকেই অজ্ঞতাবশত ভার্চুয়াল মাধ্যমে লেনদেন করতে গিয়ে ঠকে যান। নানা প্রলোভনে পা দেন। তাই এ ধরনের শিবিরের আয়োজন।
  • Link to this news (বর্তমান)