• পুজোর মরশুমে চেন্নাই ও মুম্বইগামী স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ছুটি মানেই ভ্রমণপ্রিয় বাঙালি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার ধুম। কেউ চলে যান দক্ষিণ ভারতের কোনও রাজ্যে। কেউ পশ্চিমে যান হাওয়া বদল করতে। এই সময় থেকেই যেহেতু পর্যটনের ভরা মরশুম শুরু হয়ে যায়, তাই ট্রেনের টিকিট কাটতে হয় অনেক আগে থেকে। কিন্তু সেক্ষেত্রে এতটাই চাপ থাকে যে ওয়েটিং লিস্টের অনিশ্চয়তা এড়াতে অনেকে পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। এমন সমস্যার কথা মাথায় রেখে এবার তাই বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেল। উৎসবের মরশুমে চেন্নাই ও মুম্বইগামী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। প্রতি সপ্তাহের বুধবার দুপুর ১.৩০টায় ট্রেনটি চেন্নাই থেকে যাত্রা শুরু করবে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে স্পেশাল ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছবে। ফিরতি রুটে প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে স্পেশাল ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। শনিবার সকাল ৯টায় চেন্নাইয়ে পৌঁছবে ট্রেনটি। 

    বাণিজ্য নগরী মুম্বইয়ের জন্যও বিশেষ ট্রেন পরিষেবা দেবে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে যাত্রীরা আপ-ডাউনে মোট চারবার যাতায়াতের সুযোগ পাবেন। লোকমান্য তিলক টার্মিনাল মুম্বই স্টেশন থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটে যাত্রা করবে স্পেশাল এই ট্রেন। যাত্রার তৃতীয় দিনে ভোর ৫ টায় সাঁতরাগাছি স্টেশনে ঢুকবে। ফিরতি পথে সাঁতরাগাছি থেকে যাত্রী বোঝাই করে ৩১ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর বেলা সাড়ে ৩টের সময় মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে। পরদিন রাত পৌনে ১২টায় মুম্বই পৌঁছবে ট্রেনটি। অন্যদিকে, সাউথ-ইস্ট-সেন্ট্রাল রেলে জরুরি সংস্কার কাজ চলবে। তার জেরে দক্ষিণ-পূর্ব রেলের সাতজোড়া দূরপাল্লার ট্রেন দীর্ঘ সময় বাতিল থাকবে। আগামী ১০ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে বাতিল হবে ট্রেনগুলির যাত্রা। আপ-ডাউনে বাতিল থাকা উল্লেখযোগ্য ট্রেনগুলি হল টাটানগর-বিলাসপুর, দ্বারভাঙা -সেকেন্দ্রাবাদ, সাঁতরাগাছি-জব্বলপুর, পুনে-সাঁতরাগাছি, পাটনা-বিলাসপুর, হাওড়া-সিএসএমটি মুম্বই।   
  • Link to this news (বর্তমান)