• মুক্ত ছাত্রনেতা, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশে শনিবার জামিনে মুক্ত হলেন নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। এদিকে হাইকোর্টের শুক্রবারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানিয়েছিলেন, শনিবার দুপুর ২টোর মধ্যে সায়নকে মুক্তি দিতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরের প্রেক্ষিতে পুলিস কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। অন্যদিকে, এদিন হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই সায়নকে ব্যাঙ্কশাল আদালতে আনা হয়। এরপর বিচারকের সামনে হাজির করানো হলে উচ্চ আদালতের নির্দেশ কার্যকর করে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সায়ন বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, তা শেষও হয় শান্তিপূর্ণভাবেই। তবে সরকার পক্ষের বিরুদ্ধে ছিলাম, তাই দমনপীড়নের ধারা দেওয়া হয়েছিল। এদিকে, ছাত্রসমাজের নবান্ন অভিযান কাণ্ডে গ্রেপ্তার হল আরও চার অভিযুক্ত। বড়বাজার, জোড়াসাঁকো, হেস্টিংস থানার দায়ের করা ওই মামলায় অভিযুক্তদের পুলিস শুক্রবার গ্রেপ্তার করে। বিচারক এদিন একজনকে জামিন দিলেও বাকি তিনজনকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, আর জি কর ভাঙচুর কাণ্ডে শুক্রবার পুলিস গ্রেপ্তার করে আরও দুই অভিযুক্তকে।
  • Link to this news (বর্তমান)