• আর জি কর কাণ্ডের জেরে বঙ্গ বিজেপির সভাপতি পদে বদল আপাতত স্থগিত
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। দেশের গণ্ডি ছাড়িয়ে তার আঁচ পৌঁছেছে বিদেশে। যা থেকে রাজনৈতিক ফয়দা তুলতে লাগাতার রাস্তায় নামছে বাংলার তামাম বিরোধীরা। লোকসভা ভোটের ভরাডুবিতে শীর্ষ নেতৃত্বের অনৈক্যের ছবি পাল্টে, আর জি কর কাণ্ড থেকে নয়া ‘অক্সিজেন’ পেতে মরিয়া বঙ্গ বিজেপি। সেই সূত্রেই লাগাতার রাস্তায় নামছে দল। নেতৃত্বের অবশ্যই সুকান্ত মজুমদার। কিন্তু রাজ্য সভাপতি হিসেবে ২০ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। কারণ, দলীয় সংবিধান অনুযায়ী, প্রদেশ সভাপতিদের ৩ বছরের মেয়াদ রয়েছে। তবে পরবর্তী আরেক দফায় সর্বোচ্চ আরও ৬ বছর পর্যন্ত রাজ্য সভাপতি থাকা যায়। কিন্তু বিজেপির গঠনতন্ত্রে ‘এক ব্যক্তি এক পদ’ মেনে সুকান্ত মজুমদারের দলীয় পদে থেকে যাওয়াটা এক প্রকার অনিশ্চিত। কেন না, নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় তিনি কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি জোড়া পদে থাকতে পারবেন না তিনি।

    দলীয় সূত্রের খবর, সেপ্টেম্বর মাসেই রাজ্য বিজেপির সভাপতি পদে নতুন মুখের অভিষেক করতে চেয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ‘ছন্দ’ পাওয়া দলের সংগঠনে বিশেষ নাড়াচাড়া দিতে চাইছে দিল্লির একটা অংশ। স্বভাবতই সুকান্ত মজুমদারের উত্তরসূরির নাম ঘোষণা পিছিয়ে যেতে পারে বলে গেরুয়া অক্ষে জোর চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা বলেন, আর জি কর কাণ্ড নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন করছি। সাধারণ মানুষের তোলা বিচারের দাবিকে আরও মজবুত করতে রাজ্য সভাপতির নেতৃত্বে সোচ্চার পার্টির সমস্ত স্তর। এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য সভাপতির দায়িত্বে নতুন মুখ আনলে পার্টির ‘জোশ’ কমে যেতে পারে বলে কেন্দ্রীয় নেতাদের প্রাথমিক ধারনা। তাঁদের নির্দেশেই সুকান্তবাবু আপাতত সরকারি কাজ বাদ দিয়ে রাজ্যে থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্বরকে আরও উচ্চগ্রামে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত। যার প্রেক্ষিতে পুজোর আগে প্রদেশ সভাপতি বদল কার্যত অনিশ্চিত। যদিও পার্টির আরও একটি অংশের ব্যাখ্যা, রাজ্য পার্টির শীর্ষ পদের জন্য এখনও সর্বসন্মত সিদ্ধান্ত নেওয়া যায়নি। সর্বজনগ্রাহ্য নেতার আকাল দেখা দিচ্ছে। যে কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে, তাঁদের অধিকাংশকে নিয়েই একাধিক মতভেদ তৈরি হয়েছে।  সবমিলিয়ে বঙ্গ বিজেপির সভাপতি বদলের প্রক্রিয়া আপাতত থমকে।    
  • Link to this news (বর্তমান)