• গত ৫০ বছরের ইতিহাসে আর জি করে এত দীর্ঘ কর্মবিরতি হয়নি, স্মৃতিচারণ প্রাক্তনীর
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে আন্দোলন এই প্রথম নয়। এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিও এই প্রথম নয়। কিন্তু গত ৫০ বছরের ইতিহাসে বর্তমান কর্মবিরতিটিই দীর্ঘতম বলে জানাচ্ছেন প্রাক্তনীরা। এর আগে ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৮ সালে একাধিকবার কর্মবিরতির পথে হেঁটেছিলেন পড়ুয়ারা। টানা চলেছিল ১৯৭৩ সালের ২১ দিনের কর্মবিরতি। আন্দোলন করে ফলও পেয়েছিলেন বলে জানাচ্ছেন প্রাক্তনীরা। সেই ইতিহাসকে ছাপিয়ে গিয়েছে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে চলা বর্তমান কর্মবিরতিটি। রবিবার ২৩তম দিনে পড়ল এই আন্দোলন।

    আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রাক্তনী ডঃ সুরজিত্ ঘোষ বললেন, ‘যতদূর মনে পড়ছে এটাই সবচেয়ে দীর্ঘ কর্মবিরতি। ১৯৭৩ সালে আমরা আন্দোলন করেছিলাম-স্বাস্থ্য প্রশাসনিক পর্যায়ে চিকিত্সকদের রাখার দাবিতে। সেবার ইঞ্জিনিয়াররাও আমাদের সঙ্গে আন্দোলনে নেমেছিলেন। ২১ দিন চলেছিল তা। ফল পাওয়া গিয়েছিল।’ রবিবার চিকিত্সকরা বিচারের দাবিতে সিবিআই দপ্তরে অভিযান করেন। সুরজিতবাবু বললেন, ‘আমরা আজ বিরাট সংখ্যায় মিছিলে নেমেছি। জুনিয়রদের সঙ্গে রয়েছি।’ ওই সাতের দশকেই কখনও ইন্টার্ন ও হাউজ স্টাফদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছিল। কখনও আবার ওটিতে এসি লাগানোর দাবিতে হয়েছে কর্মবিরতি। আবার এক রাজনৈতিক নেতার ক্ষমা চাওয়ার দাবিতেও আন্দোলনে নেমেছিল আর জি কর। বর্তমান আন্দোলনে পা মিলিয়ে অতীতের সেইসব কথা মনে পড়ছে প্রাক্তনীদের। সে সময় তাঁরাও রাস্তায় নেমে ক্যাম্প করে রোগী দেখেছিলেন। এখনও সমস্ত মেডিক্যাল কলেজের পড়ুয়ারা সেই পথেই হাঁটতে শুরু করেছেন। রবিবার, শহরের বিভিন্ন প্রান্তে মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ক্যাম্প করে রোগী দেখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
  • Link to this news (বর্তমান)