• প্রতিবাদ কর্মসূচিতে পুলিসের ব্যারিকেডে বাইকের ধাক্কা, গ্রেপ্তার মদ্যপ সিভিক
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে উত্তাল গোটা দেশ। তার জেরেই ফের শহরের পৃথক ঘটনায় সিভিক ভলান্টিয়ারের দুই ভিন্ন রূপ প্রকাশ্যে এল। কাশীপুর থানা এলাকায় বিপজ্জনকভাবে বাইক চালানোর অভিযোগে মদ্যপ এক সিভিককে গ্রেপ্তার করল কাশীপুর থানা। ধৃতের নাম গঙ্গাধর গোন্ড। অন্যদিকে, কলেজ স্ট্রিটে দুর্ঘটনায় আহত বাইক চালককে নিজের কাঁধে তুলে মেডিক্যাল কলেজে পৌঁছে দিলেন আরেক সিভিক ভলান্টিয়ার। তাঁর নাম আলি নওয়াজ।

    শনিবার ভোররাতে বি টি রোডের উপর ফের বিতর্কে জড়ালেন এক সিভিক। সিঁথির মোড়ে পড়ুয়াদের প্রতিবাদ কর্মসূচি চলাকালীন মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার রাত ১১টা নাগাদ সিঁথির মোড়ে অবরোধ করে কর্মসূচি শুরু করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পুলিসের অনুমতি নিয়েই চলছিল সেই অবরোধ কর্মসূচি। কলকাতাগামী লেনে নানা গ্র্যাফিতি এঁকে আর জি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছিলেন আন্দোলনকারীরা। বিপত্তি বাধে রাত ৩টে নাগাদ। অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ার প্রতিবাদীদের রাস্তায় আঁকা গ্র্যাফিতির উপর দিয়ে বাইক নিয়ে চলে যায়। এরপরে তাঁর বাইক ধাক্কা মারে পুলিসের গার্ডরেলে। প্রতিবাদীরা তাড়া করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত সিভিক। তখনই তাঁকে ঘিরে ধরেন পড়ুয়ারা। গোটা ঘটনাটি ফেসবুক লাইভও করেন তাঁরা।

    ঘটনা চলাকালীন সেখানে পৌঁছন সিঁথি থানার সার্জেন্ট তারকেশ্বর পাড়ি। ভিডিওতে দেখা গিয়েছে, অভিযোগ সত্ত্বেও ওই সিভিককে ছেড়ে দেন তিনি। এরপরেই সার্জেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বি টি রোডের দু’প্রান্তই অবরোধ করেন তাঁরা। সিঁথি, কাশীপুর সহ নর্থ ও নর্থ সাবার্বান ডিভিশনের রিজার্ভ অফিস থেকে বিশাল পুলিস বাহিনী পাঠানো হয়। সিভিক ভলান্টিয়ারের গ্রেপ্তারের দাবি তোলেন পড়ুয়ারা। তাঁরা জানান, ‘ওই সিভিক ভলান্টিয়ারের নামে এফআইআর করে সেই কপি তাঁদের হাতে দিতে হবে, তারপরেই তাঁরা অবরোধ তোলার সিদ্ধান্ত নেবেন।’ সকাল সাড়ে আটটা নাগাদ অবরোধ, বিক্ষোভ তুলে নেন পড়ুয়ারা। লালবাজার সূত্রে খবর, ধৃত গঙ্গাধরের মেডিক্যাল রিপোর্ট বলছে, মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন তিনি। এর আগে ওই সিভিকের বিরুদ্ধে সিঁথি থানায় তোলাবাজির অভিযোগ জমা পড়লেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

    অন্যদিকে, আর এক সিভিক ভলান্টিয়ার প্রাণ বাঁচালেন দুর্ঘটনায় জখম এক বাইকচালকের। শুক্রবার রাত ১১টা নাগাদ জোড়াসাঁকো থানা এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছনের গেটের কাছে দুর্ঘটনার কবলে পড়েন ফারহান আলম নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে ছিলেন তিনি। ওই অবস্থায় তাঁকে দেখতে পান সিভিক আলি নওয়াজ। কাছাকাছি কোনও গাড়ি না মেলায় নিজেই আহত যুবককে কাঁধে তুলে নেন তিনি। আহতকে মেডিক্যাল কলেজে নিয়ে যান এবং ভর্তি করেন। 
  • Link to this news (বর্তমান)