• হাওড়ার দাশনগরে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার দাশনগরে শনিবার সকালে একটি বড় ড্রেন থেকে এক মাঝবয়সি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা ড্রেনে ওই ব্যক্তির দেহটি ভাসতে দেখে দাশনগর থানায় খবর দেন। পরে পুলিস এসে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাওড়া পুলিস মর্গে পাঠায়। মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও শ্বাসরোধ করে তাঁকে খুন করা হতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। এদিন সন্ধ্যা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

    দাশনগরের ভি রোডের সুদুয়াপাড়া এলাকায় এদিন সকাল দশটা নাগাদ আনুমানিক বছর চল্লিশের অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহটি ভাসতে দেখেন বাসিন্দারা। ওই ব্যক্তির পরনে কোনও জামা ছিল না। তবে একটি বারমুডা ও শরীরে পৈতে জড়ানো ছিল। পাশেই পড়েছিল একটি গামছা। স্থানীয়দের বাসিন্দাদের অনেকেই বলেন, এই ব্যক্তিকে আগে এলাকায় কখনও দেখা যায়নি। কীভাবে দেহটি এখানে এল, তাও বোঝা যাচ্ছে না। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, কোনওভাবে ড্রেনে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হল কি না, তা এখনও স্পষ্ট নয়। শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও তাঁকে অন্য কোথাও শ্বাসরোধ করে খুন করার পর এখানে এনে ফেলে দেওয়া হতে পারে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দাশনগর থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)