• আমডাঙায় পুকুরে ডুবিয়ে রাখা চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ৩
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাইক চুরি ও পাচার চক্রে জড়িত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিস। ধৃতদের নাম শাহরুখ আবদুল্লা (২৭), সাদিকুল ইসলাম (২৫) এবং শহিদুল মণ্ডল(২৪)। শহিদুল চোরাই বাইকের ক্রেতা। রিসিভার শহিদুল্লার বাড়ির সামনের এক পুকুর থেকে ১২টি বাইক উদ্ধার করেছে পুলিস।

    জানা গিয়েছে, ২৫ জুলাই আমডাঙার কামদেবপুর থেকে এক ব্যক্তির বাইক চুরি হয়। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে জিরাট থেকেও একটি বাইক চুরির অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিস। শুক্রবার আমডাঙার পদ্মলাভপুর গ্রাম থেকে বাইক চুরির অভিযোগে শাহরুখ ও সাদিকুলকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে পুলিস জানতে পারে বিভিন্ন জায়গা থেকে এরা বাইক চুরি করে। সেগুলি তারা শহিদুলের কাছে বিক্রি করে। পুলিস শহিদুলের বাড়িতে হানা দেয়। তারপর গ্রেপ্তার করে। জেরা করে রিসিভার শহিদুল্লাহর বাড়ির সামনের একটি জলাশয়ে ডুবিয়ে রাখা ১২টি বাইকের হদিশ পায়। পুলিস জানিয়েছে, উদ্ধার হয় ১০টি বাইক ও দু’টির চেসিস। এই চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)