• চুঁচুড়ায় অল ইন্ডিয়া দাবার আসর
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অল ইন্ডিয়া দাবা প্রতিযোগিতাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে চুঁচুড়া। শনিবার দু’দিনের অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে চুঁচুড়ার ইন্ডোর স্টেডিয়ামে। চুঁচুড়া টাউন ক্লাবের উদ্যোগে ওই প্রতিযোগিতাকে সর্বকালের সর্ববৃহৎ আয়োজন বলে কর্তৃপক্ষ দাবি করেছে। উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০৮ জন নানা বয়সি প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ৫০ জন মহিলা দাবাড়ু, ১১ জন আন্তর্জাতিক মাস্টার ও একজন গ্র্যান্ডমাস্টার আছেন। ১৫৪টি টেবিলে প্রতিযোগিতা হচ্ছে। দু’দিনে মোট আটটি গেমে চূড়ান্ত ফলাফল নির্ণয় করা হবে। এদিন সকালে প্রতিযোগিতার শুরুতেই উপস্থিত ছিলেন চন্দননগর কমিশনারেটের ডিএসপি ঈশাণী পাল। পরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চন্দননগরে পুলিস কমিশনার অমিত পি জাভালগি সহ বিশিষ্টরা এসেছিলেন। আয়োজক ক্লাবের কর্মকর্তা ইন্দ্রনীল চক্রবর্তী বলেন, আমরা ২০ জন প্রতিযোগীকে পুরস্কার দেব। বিরাট এই আয়োজনকে আগামী প্রজন্মের জন্য কার্যকরী দাবি করে বিশিষ্টরা সাধুবাদ দিয়েছেন আমাদের।
  • Link to this news (বর্তমান)