• হাওড়া গ্রামীণে উদ্যোগ, এবার জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে হোয়াটসঅ্যাপ গ্রুপ পুলিসের
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া : পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকার চালু করেছিল সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প। এবার সেই প্রকল্পে ১৬ নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার সংখ্যা কমাতে উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিস। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করল তারা। শনিবার অতিরিক্ত পুলিস সুপার জর্জ অ্যালান জন এই গ্রুপের বিষয়টি জানিয়ে বলেন, দুর্ঘটনা এড়াতে নিয়মিত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন করা হচ্ছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের আওতায় প্রায় ৫৬ কিলোমিটার জাতীয় সড়ক ও ১০০ কিলোমিটার রাজ্য সড়ক আছে। সেসব রাস্তায় দুর্ঘটনা ঘটছে। তা রুখতে রাজ্য সড়কের কয়েকটি নির্দিষ্ট পয়েন্টে পূর্তদপ্তর ও উলুবেড়িয়া পুরসভার সাহায্যে সিসিটিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং বিভিন্ন সমস্যা সমাধানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। ট্রাফিক পুলিস ছাড়াও জাতীয় সড়কের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ম্যানেজাররা গ্রুপে থাকছেন। জাতীয় সড়কের সমস্যার ছবি এই গ্রুপে শেয়ার করা এবং সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে আধিকারিক অশোক পয়রা জানান, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জাতীয় সড়কের বিভিন্ন সমস্যার তথ্য আদানপ্রদান হবে। এর ফলে যে কোনও সমস্যার দ্রুত সমাধান করা যাবে। সাধারণ মানুষ এই বিষয়ে সচেতন হয়ে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলেও দ্রুত সমস্যা সমাধান করা সম্ভব।
  • Link to this news (বর্তমান)